পড়শি সংগীতশিল্পী হিসেবে তুমুল জনপ্রিয়। বেশকিছু দিন ধরে শোনা যাচ্ছিল, তিনি অভিনয়ও করবেন। 'মেন্টাল' শিরোনামের একটি ছবিতে অভিনয়ের কথা ছিল। কিন্তু ছবির শুটিং এখনো করা হয়নি। তাই অভিনেত্রী হিসেবে এখনো ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি পড়শি। তার আগেই তিনি মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আজ থেকে। তিনি একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। আজ থেকে এর শুটিংয়ে অংশ নিয়েছেন তেজগাঁয়ের কোক স্টুডিওতে। বিজ্ঞাপন নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা আবিরা ব্যানার্জি। একটি ইলেকট্রনিক পণ্যের বিজ্ঞাপন এটি। শুধু পর্দায়ই পড়শিকে দেখা যাবে না, তিনি এ পণ্যের মডেল হিসেবে দেশব্যাপী বিলবোর্ডেও ঠাঁই পাবেন।
মডেল হওয়া প্রসঙ্গে পড়শি বলেন, 'আসলে গান তো করিই। গান, মডেলিং, অভিনয়- সবই তো সংস্কৃতির বিভিন্ন মাধ্যম। তাই গানের পাশাপাশি অন্য ভুবনে মাঝে-মধ্যে ঢু মেরে আসলে ভালোই লাগবে বলে আমার বিশ্বাস। মানে ভ্যারিয়েশন আসে। তাই এই বিজ্ঞাপনের অফার পেয়ে না করিনি। কারণ সবদিক থেকেই অফারটি আমার পছন্দ হয়েছে। তাই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি।'
এদিকে পড়শি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে শিগগিরই তিনি অভিনয় করছেন। 'মেন্টাল' ছবিতে তার অংশের শুটিং প্রস্তুতি চলছে এখন। দ্রুতই শুটিং শুরু হওয়ার প্রত্যাশা তার।