আর কিছুদিন পরই ঈদুল আজহা। আর এ উপলক্ষে একটি ব্যতিক্রমী রান্না প্রতিযোগিতার আয়োজন করেছে জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভি। সারা দেশের গৃহিণীদের কাছ থেকে মাংসের রেসিপি সংগ্রহ করে সেখান থেকে বাছাইকৃত রাঁধুনিদের নিয়ে নির্মিত হচ্ছে প্রতিযোগিতা অনুষ্ঠান। শিরোনাম 'রাঁধুনি মাংসের ৩০ রেসিপি'। এরই মাঝে ঘোষণা দিয়ে রেসিপি সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ শেষ হচ্ছে জমা দেওয়ার সুযোগ। আগামীকাল থেকে বাছাইকৃত রেসিপির রাঁধুনিদের নিয়ে শুরু হবে মূল কার্যক্রম। আর এই চূড়ান্ত পর্বটি প্রচার হবে আগামী ২৬ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি। রঞ্জন কুমার দত্তের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা। আর এটি উপস্থাপনা করছেন পারিহা। অনুষ্ঠান প্রসঙ্গে পরিকল্পনাকারী রঞ্জন কুমার দত্ত বলেন, 'বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। আমাদের দেশের গৃহিণীরা রান্না করতে ভালোবাসেন। তাদের অনুপ্রেরণা জোগাতেই এই আয়োজন।'