বর্তমান সময়ে দেশের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। অনেক ধরেই তিনি রেডিও ধ্বনি ৯১.২ এফএম এ ‘ডাবল স্কুপ উইথ নায়লা নাঈম’ শিরোনামে শো করে আসছেন।
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত নায়লা নাঈমের এ শোটি প্রচারিত হয়। আর এতে প্রতিবারই নায়লার সাথে স্টুডিওতে উপস্থিত থাকেন একজন অতিথি।
আজ বৃহস্পতিবার শো’র ৯তম পর্ব। আজকের পর্বে উপস্থিত থাকবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের (পানডা সিকিউরিটি) প্রোডাক্ট ম্যানেজার আজিম মর্তুজা।
এফ এম ৯১.২ এ রাত ১১টা থাকে ১টা পর্যন্ত জমবে নায়লার এ অাসর। শো চলাকালীন সময় নায়লাকে এসএমএস করতে পারেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RD name location আপনার মেসেজ। তারপর পাঠিয়ে দেবেন 7171 নাম্বারে।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/মাহবুব