অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইরফান খান। সম্প্রতি নির্মাতা সুজিত সারকারের ‘পিকু’ ছবিতে নজরকাড়া অভিনয়ের সুবাদে তিনি এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এই সম্মাননা বিষয়ে ইরফান বলেন, ‘এটা সত্যিই আমার জন্য পরম পাওয়া, বিশেষ সম্মাননা এটা। তারচেয়ে ভালো লাগার বিষয় যে, ছবিটি সবার হৃদয়কে স্পর্শ করে গেছে। ক্যারিয়ার জীবনে এই ছবিতে আমার চরিত্রটি অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি সত্যিই খুব আনন্দিত।’
উল্লেখ্য, সুজিত সারকারের ‘পিকু’ ছবিতে প্রথমবারের মত অমিতাভ বচ্চন ও দীপিকা পাডুকোনের সাথে স্ক্রিন শেয়ার করেছন ইরফান। হিন্দি ছবি ছাড়াও ইদানিং হলিউডের ছবিতে নিয়মিত কাজ করছেন ইরফান।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/মাহবুব