মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি ফক্স টেলিভিশনের টিন চয়েস অ্যাওয়ার্ডে স্টাইল আইকনের পুরস্কার জিতেছেন। প্রতি বছর গান, চলচ্চিত্র ও ফ্যাশনসহ বেশক'টি ক্যাটাগরিতে টিন চয়েস অ্যাওয়ার্ড দেওয়া হয়। টিভি চ্যানেলটির ১৩ থেকে ১৯ বছর বয়সী দর্শকদের রায়ে পুরস্কার ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকে চমৎকার নকশা করা একটি সার্ফবোর্ড। ব্রিটনি স্পিয়ার্সের জন্য অবশ্য এ পুরস্কার পাওয়া অবাক করা কোনো বিষয় নয়। কারণ তার ঝুলিতে অনেক আগ থেকেই রয়েছে গ্র্যামি, এমি, একো, ওয়ার্ল্ড মিউজিকের মতো বহু নামিদামি পুরস্কার। তবে ৩৩ বছর বয়সী এ তারকা যে এখনো তরুণদের হৃদয়ে ঠাঁই করে আছেন এটা হয়তো তার নিজেরও জানা ছিল না। ১৯৯৯ সালে প্রথম অ্যালবাম 'বেবি ওয়ান মোর টাইম' ব্রিটনি স্পিয়ার্সকে এনে দেয় দুনিয়াজোড়া খ্যাতি। এরপর থেকেই তার সংগীত জীবনে আসতে থাকে একের পর এক সাফল্য। দ্বিতীয় অ্যালবাম 'আই ডিড ইট এগেইন' পায় প্রায় সমান খ্যাতি। এ দুই অ্যালবাম দিয়ে ব্রিটনি হয়ে ওঠেন 'পপ আইকন'। মঞ্চেও দর্শকদের রীতিমতো মাতিয়ে রাখেন ব্রিটনি। গানের সঙ্গে তার নিজস্ব ঢঙের নৃত্য মুগ্ধ করে দর্শকদের। কারণ তিন বছর বয়স থেকেই নৃত্য ও সংগীতে তালিম নেন তিনি। ১১ বছর বয়সে ডিজনি টেলিভিশনে শিশুদের অনুষ্ঠান 'মিকি মাউস ক্লাব'-এ উপস্থাপনার সুযোগ পান।