মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার তারকাদের ব্যবস্থাপনায় বিভাগীয় শহরগুলোতে কমেডি ক্লাব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মীরাক্কেল তারকা আবু হেনা রনি এখন স্বদলবলে খুলনায় অবস্থান করছেন।
রবিবার (২৩ আগস্ট) বিকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে কমিডি শোয়ের মাধ্যমে 'কমেডি ক্লাব' খুলনা শাখার কার্যক্রমের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানটিতে মীরাক্কেল খ্যাত আবু হেনা রনি ছাড়াও অংশ নেন সাইদুর রহমান, মুজাহিদুর রহমান, তৌহিদ, শাওন, ইমরান, শিশু কমিডিয়ান তারকা রাফি, রাকিব ও অর্ঘ।
কমেডি ক্লাব গঠন সম্পর্কে আবু হেনা রনি বলেন, কৌতুক শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতেই কমেডি ক্লাব গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য প্রথম পর্যায় বিভাগীয় সাতটি শহরে কমেডি ক্লাবের কার্যক্রম চালানো হবে। যা যুক্ত থাকবে জাতীয় পর্যায়ের কমিডি ক্লাবের সঙ্গে।’
রনি ২০১০ সালে এনটিভিতে প্রচারিত হা-শো অনুষ্ঠানে তিনি প্রথম কৌতুক উপস্থাপনে অংশ নেন। পরবর্তীতে জুলাই ২০১১ সালে, ভারতের জি বাংলায় প্রচারিত কমেডি শো মীরাক্কেলে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের প্রথম ৪০টি পর্বে অংশ নিয়ে তার ২৫টিতে তিনি একক ও যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন। ২০১১ সালের শেষে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারস ৬-এর বিজয়ী হন তিনি।
বর্তমানে তিনি নতুন কৌতুক অভিনেতা তৈরির পাশাপাশি বাংলাদেশে কৌতুকে আরও জনপ্রিয় করার লক্ষে ‘বুনো পায়রা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তিনি বাংলাদেশ কমেডি ক্লাবের উদ্যোগে দেশের সাত বিভাগে সাতটি কমেডি ক্লাব তৈরি করেছেন।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৫/ এস আহমেদ