শনিবার সন্ধ্যায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুষ্পকুঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো সংগীতানুষ্ঠান। 'বাংলাদেশ প্রতিদিন-টাইগার সিমেন্ট বিশ্বকাপ ক্রিকেট কুইজ'র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিল্পীরা কণ্ঠের জাদুতে মুগ্ধ করেন আগত অতিথিদের। নবীন-প্রবীণ শিল্পীদের মিলনমেলায় মুখরিত ছিল সে দিনের রাত। তারারমেলায় মুগ্ধ সবাই। পুরস্কার আয়োজনের সঙ্গে সংগীত পরিবেশনা ভিন্ন আমেজ নিয়ে আসে।
অনুষ্ঠান শুরু হয় নবীন শিল্পী রেশমীকে দিয়ে। রিয়্যালিটি শো পাওয়ার ভয়েজ দিয়ে সে পরিচিতি পেয়েছে। এরপর গান করেন সিলেট থেকে আগত বাউলশিল্পী কালামিয়া। তিনি ফোক গান গেয়ে সবাইকে মুগ্ধ করেন। তার কণ্ঠে শাহ আবদুল করিমের গান সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনেন। এরপরই মঞ্চে আসেন জনপ্রিয় সংগীতশিল্পী অাঁখি আলমগীর। তার গানে উপস্থিত শ্রোতারা মেতে ওঠে উন্মাদনায়। এরপর সেই রেশ ধরে রেখেছেন এস আই টুটুল। তার গানে শ্রোতারা আরও বেশি হৃদয়ছোঁয়া স্বাদ। সব শেষে গান পরিবেশন করেন আরফিন রুমি। সময়ের ক্রেজ এই শিল্পীর ক্রিকেট নিয়ে গান 'জ্বলে ওঠো বাংলাদেশ' দিয়ে শেষ হয় অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন আর জে সায়েম।