বলিউডে সাধারণত এক নায়িকা আরেক নায়িকার সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ে মেতে থাকেন। সেখানে আলিয়া ভাট ক্যাটরিনা কাইফের মতো হতে চান। মানে ক্যাটরিনার মতো 'ফিট আর হট' হতে চান তিনি। সম্প্রতি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে নিজের এই আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন ভাট কন্যা।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভক্তের অভাব নেই। আর সেই ভক্তের মধ্যে বিশেষ একজন বলিউডের উঠতি অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি ক্যাটরিনার সামনেই বলিউড অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনার ফিটনেস নিয়ে প্রশংসা ঝরেছে আলিয়ার মুখ থেকে।
দিন কয়েক আগে ইয়াসমিন করাচিওয়ালা ও জিনা ধাল্লা নামের দুই ফিটনেস বিশেষজ্ঞের লেখা বই 'স্কাল্প অ্যান্ড শেপ : দ্য পিলাটেস ওয়ে' নামের একটি বইয়ের মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন আলিয়া। সেখানে তিনি বলেন, 'ক্যাটরিনাকে দেখুন, তার চিকনি চামেলি, শিলা কি জওয়ানি কিংবা ধুম; সব গানেই তাকে আলাদা আলাদা দেখায়। এখনো সে হট এবং ফিট। আমি যদি জীবনে সুযোগ পাই তবে, আমি এটা অর্জন করতে চাইব।'
সুস্থ শরীর আর ভালো চরিত্র পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের আলিয়া বলেন, 'এখন বিভিন্ন ধরনের চরিত্র আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন 'উড়তা পাঞ্জাব' ছবিতে আমাকে অনেক ওজন কমাতে হয়েছে আবার 'সান্দার' ছবির জন্য আমাকে বিকিনি পরতে হচ্ছে।'
আলিয়া বলেন, 'অভিনেত্রীদের একই চেহারা দেখতে দেখতে ভক্ত-দর্শকদের মধ্যে একঘেয়ে বা বিরক্তি চলে আসতে পারে। এ কারণেই ভক্তদের সামনে আলাদা আলাদাভাবে উপস্থিতি জরুরি। তবে ভালো চরিত্র পেতে গেলে ভাগ্যও ভালো হতে হয়'।