নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প, 'ভালোবাসার গল্প' অবলম্বনে একটি নাটক নির্মাণ করছেন মেহের আফরোজ শাওন। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন শবনম ফারিয়া ও সজল। ফারিয়া জানান, 'হুমায়ূন স্যারের গল্প মানেই ভিন্ন কিছু। আমি তার প্রচুর বই পড়েছি। তাই ক্যারেক্টারে সহজেই ঢুকতে পারি। আর শাওন আপু খুব সুন্দর করে বোঝান। কাজটা উপভোগ করেছি। আর চরিত্রটাও বাস্তবধর্মী। আমার লাইফেও এমন ঘটেছে।' ফারিয়া ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন স্বাধীন খসরু, আশিক মুনীর, ঝুনা চৌধুরী প্রমুখ। ২০ ও ২১ আগস্ট উত্তরায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে। ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে, 'নীলাঞ্জনা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। রঞ্জুকে ভালোবাসে। রঞ্জুর অবস্থা মোটের ওপর মন্দ। হাতে করে পেটে খায়। পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় না। অর্থনৈতিক টানাপড়েন নীলাঞ্জনা-রঞ্জুর জীবনের কাল হয়ে দাঁড়ায়। এমনি চলতে থাকে নাটকের গল্প।