এই প্রথমবার কোনো টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, মাহফুজ আহমেদ ও পূর্ণিমা। এ টেলিফিল্মটির মধ্য দিয়ে অনেক দিন পর ছোট পর্দায় ফিরছেন পূর্ণিমা। আরিফ খানের পরিচালনায় এটির নাম 'আমার বেলা যে যায়'। পূর্ণিমা বলেন, 'টেলিছবিটির গল্পই মূলত আমাকে খুব আগ্রহী করে তুলেছে কাজটি করতে। তা ছাড়া যখন পরিচালকের মুখে আফজাল ভাই, সুবর্ণা আপা ও মাহফুজ ভাইয়ের নাম শুনেছি তখন যেন কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। বিরতির পর এমন একটি কাজের মাধ্যমে ছোট পর্দায় ফেরাটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের।' পরিচালক আরিফ খান জানান, আসছে ঈদুল আজহায় এনটিভিতে প্রচারের লক্ষ্যে 'আমার বেলা যে যায়' টেলিফিল্মটি নির্মিত হচ্ছে।