লম্বা বিরতির পর আবার মঞ্চে উঠছে 'প্রাঙ্গণেমোর' নাট্যদলের অষ্টম প্রযোজনা 'ঈর্ষা'। ২৫ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে এটি মঞ্চায়িত হবে। দীর্ঘ আট মাস পর সৈয়দ শামসুল হকের এ কাব্যনাট্যটি মঞ্চায়িত হচ্ছে। প্রেমিকের হৃদয় যদি পোড়ে তো একমাত্র ঈর্ষার আগুনেই পোড়ে/ঈর্ষায় যে পোড়েনি, প্রেম সে হৃদয়ে ধরেনি/ঈর্ষা এক ঠাণ্ডা নীল আগুন।
এমন কথাসমৃদ্ধ কাব্যময় 'ঈর্ষা' নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হীরা। নির্দেশক অনন্ত হীরা বলেন, 'ঈর্ষা' নামের কাব্যনাটকের গল্প এতটাই জীবন থেকে জীবনে বিস্তৃত আর দ্বন্দ্ব-সংঘাতে মুখর যা বর্ণনাতীত। সেই সঙ্গে আছে শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব, আছে শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্ব।