ভারতের মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ারের আমন্ত্রণে রাজ্যের বাঘ সংরক্ষণের দূত হতে সম্মতি দিয়েছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। এ কাজে সম্প্রতি জঙ্গল সফরে গিয়েছিলেন অমিতাভ। সেখানেই বাঘের কবলে পড়েন বাঘ সংরক্ষণ দূত।
জানা গেছে, টানা এক সপ্তাহ ধরে হরিয়ানার সঞ্জয় গান্ধী ন্যাশেনাল পার্কে চলছে ‘ওয়াইল্ড লাইফ উইক’। সম্প্রতি এই ‘ওয়াইল্ড উইকে’ জঙ্গল সফরে গিয়েছেন মহারাষ্ট্রের বাঘ সংরক্ষক দূত অমিতাভ বচ্চন। যেখানে বিগ বি–এর গাড়ির পিছু নেন একটি বাঘ। তবে একটু-আধটু নয়, টানা ৪ কিলোমিটার পথ অতিক্রম করার পর শাহেনশার নাগাল না পাওয়ায় শেষমেশ ক্ষান্ত হন বাঘমশাই।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের দিন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার রাজ্যের বাঘ সংরক্ষণ কর্মসূচীর দূত হওয়ার প্রস্তাব দেন অমিতাভকে। বনমন্ত্রীর দাবি, অমিতাভের কথায় সাধারণ মানুষ এই কর্মসূচীর সঙ্গে যুক্ত হবে, যা বাস্তবে এই প্রকল্পেরই উন্নয়নে কাজে লাগবে। সম্প্রতি এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বর্তমানে মহারাষ্ট্রের বাঘ সংরক্ষণের দূত অমিতাভ।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর, ২০১৫/মাহবুব