দেশবরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী খোন্দকার নূরুল আলম আর নেই। শুক্রবার দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহ…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার অসুস্থবোধ করলে খোন্দকার নূরুল আলমকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। আক্রান্ত হয়েছিলেন পোলিওতেও।
পারিবারিক সূত্র আরও জানায়, খোন্দকার নূরুল আলমের দাফন হতে পারে বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে।
‘চোখ যে মনের কথা বলে’ (যে আগুনে পুড়ি), ‘এতো সুখ সইবো কেমন করে’, ‘তুমি এমনই জাল পেতেছো সংসারে’, ‘এ অাঁধার কখনও যাবে না মুছে’, ‘আমি চাঁদকে বলেছি আজ রাতে’, ‘কাঠ পুড়লে কয়লা হয়’, ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’ (জলছবি) প্রভৃতি কালজয়ী সুর তৈরি করেছেন খোন্দকার নূরুল আলম।
সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ খোন্দকার নূরুল আলম একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, চলচ্চিত্র প্রযোজক সমিতি পুরস্কার, শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৬/মাহবুব