সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'বার বার দেখো' একটি ভিন্নধর্মী রোমান্টিক ধাঁচের মুভি। মুভিটিতে এক ব্যক্তির ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত জীবন তুলে ধরা হয়েছে। তবে এটি টাইম ট্র্যাভেল বা সায়েন্স ফিকশন ধাঁচের কোনো মুভি নয় বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন অভিনেতা সিদ্ধার্থ। প্রকৃতপক্ষে এটি হচ্ছে ভিন্ন ধাঁচের ভালোবাসার একটি গল্প যেখানে প্রেমিক-প্রেমিকাদের জন্য গতানুগতিক নয়, ভিন্ন রকম কিছু করার অপশন দেখানো হয়েছে। সেইসঙ্গে মুভিটির গল্পে চমৎকার বাঁক রয়েছে বলেও জানান এই অভিনেতা।
'বার বার দেখো' পরিচালনা করছেন নিত্য মেহরা। আর এটি নির্মাণ করছেন রিতেশ সিধোয়ানি, করণ জোহর এবং ফারহান আখতার। মুভিটি চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/শরীফ