বলিউডের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে হুইল চেয়ারে করে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ত্যাগ করেন। এসময় তার সাথে ছিলেন স্ত্রী সায়রা বানুসহ পরিবারের অন্যান্য সদস্যরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এর আগে, গত ১৬ এপ্রিল প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৯৩ বছর বয়সী বর্ষীয়ান এই অভিনেতা লীলাবতী হাসপাতালে ভর্তি হন।
ছবিতে দেখা যায় হালকা গোলাপি রঙের কুর্তা এবং পায়জামা পড়ে স্ত্রী সায়রা বানুর সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন তিনি। এর আগে হাসপাতালের পক্ষ থেকে ২০ এপ্রিল তাকে ছাড়ার কথা থাকলেও, শারীরিক জটিলতার কারণে ২১ এপ্রিল বাড়ি ফিরে গেলেন।
ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘ ছয় যুগের ক্যারিয়ারে দিলীপ কুমার ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা-যমুনা’সহ অসংখ্য ছবিকে অসামান্য অভিনয়ের কল্যাণে জনপ্রিয় করেছেন। ‘বাবুল’, ‘আন্দাজ’, ‘দিদার’, ‘মেলা’ ছবিতে তার চরিত্র ও অভিনয়ের কারণে তিনি ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে দিলীপ কুমারকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল।
দিলীপ কুমার ২০১৫ সালে ভারতের বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ পান। তিনি ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন ১৯৯১ সালে। এছাড়া ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য ১৯৯৪ সালে তাকে ‘দাদা সাহেব ফালকে’ সম্মাননায় ভূষিত করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব