একাধারে তিনি ছিলেন ডব্লিউডব্লিউই রেসলার, ছিলেন প্লেবয় মডেল, টিভি অভিনেত্রী, শিক্ষক ও পর্নতারকা। চায়না নামে বিশ্বে পরিচিত হলেও তার আসল নাম জোয়ানি লরিয়েল। গত বুধবার লস অ্যাঞ্জেলেসের রেডোন্ডো বিচে নিজ ফ্লাটে পাওয়া গেল তার নিথর দেহ। কী কারণে ৪৫ বছরের এ নারীর মৃত্যু হল তা এখনও অজানা। পুলিশ মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেজ থেকে বুধবার রাতে এই খবর প্রকাশিত হয়।
বাড়ির আশেপাশের কয়েকটি সূত্র জানিয়েছে, গত ক'দিন ধরেই তাকে কেউ দেখতে পায়নি। বুধবার এক বন্ধু ওই বাসায় গেলে তার নিস্তেজ দেহ দেখতে পায়। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ডাকা হয়। ওই বন্ধুটিই পুলিশকে খবর দেন। মাত্রাতিরিক্ত মাদকাসক্তির কারণে চায়নার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
চায়না নামে পরিচিত হলেও তার আসল নাম জোয়ানি লরিয়েল। ক্যারিয়ারের বড় একটা সময় রেসলিংয়ের সাথে জড়িত ছিলেন। প্রায় দু'যুগ তিনি টেলিভিশনের পর্দায় নানা রকম রিয়েলিটি শো-তো কাজ করেছেন।
ছিলেন প্লে-বয় ম্যাগাজিনের মডেল। একইসঙ্গে বহু পর্ন ছবিতে তাকে দেখা গেছে। ২০০৪ থেকে ২০১৩ সাল অবধি তার ছয়টি পর্ন চলচ্চিত্র মুক্তি পায়।
পরবর্তীতে তিনি জাপান চলে যান। সেখানে তিনি ইংরেজি পড়াতেন বলে জানা গেছে। গত বছর তিনি বলেছিলেন, 'মিডিয়াতে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে, আমি নাকি ভুত হয়ে গেছি। কিন্তু, আসল ব্যাপার হল আমি একটা চাকরি খুঁজছি, যাতে করে বাকি জীবনটা কাটিয়ে নিতে পারি।'
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ