"আগে দেশের মধ্যে শক্ত অবস্থান গড়ি, তারপর না হয় দেখা যাবে ওপার বাংলার ছবি। যদি টলিউডে নাম লেখাই তা ঢাকঢোল পিটিয়েই যাব, এখানে লুকোচুরির কিছু নেই।" বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এমনটাই বললেন পরীমণি। সম্প্রতি গুঞ্জণ ওঠে, টলিউডে জিৎ বা দেবের বিপরীতে কাজ করতে চলেছেন ফিল্মপাড়ার আলোচিত এ অভিনেত্রী। এ ধরনের খবরে বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে দাবি করেন পরীমণি।
তিনি বলেন, "এই ঘটনাকে অনেকেই স্ট্যান্টবাজি মনে করছেন। কেউ কেউ এটাও বলেছেন পাবলিসিটির জন্যই এ কাজ করিয়েছি আমি। যা মোটেও সত্য নয়। এসব খবর পুরোপুরি ভিত্তিহীন "
পরীমণি বলেন, "যদি গুঞ্জণ বা ঘটনা শোনা যায় তাহলে একটাবার যেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়। কথা না বলে বক্তব্য প্রচার না করলে অনেকের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।"
তাহলে কি টলিউডে যাচ্ছেনই না- এবার পরীমণি বলেন, "ওই যে বললাম আগে নিজ দেশে দর্শকদের মন জয় করতে চাই। পাকাপোক্ত করতে চাই অভিনয়ের খুঁটিটা। এরপর ভিনদেশ। এছাড়া সব অভিনেত্রীরই ইচ্ছা থাকে নিজেদের গণ্ডি পেরিয়ে ভিনদেশের আকাশে প্রতিভার ডানা মেলতে। সেটা না হয় সময় হলেই দেখা যাবে।"