বলিউড সেলিব্রেটি সিদ্ধার্থ মালহোত্রা ও অালিয়া ভাট কখনোই নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। যদিও তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে একত্রে ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাতে দেখা গেছে। ফলে তাদের মধ্যকার প্রেমের সম্পর্ক বলিউডের অন্যতম আলোচিত বিষয়ের একটিতে পরিণত হয়। তবে তাদের সম্পর্কে ফাঁটলের আভাসও সমানতালে পাওয়া যাচ্ছে। প্রথমত বেশ কয়েকটিন আগে সিদ্ধার্থের এক বন্ধুর পার্টিতে এমন এক অবস্থা সৃষ্টি হয়েছিল যে পার্টি শেষে এ দুজনকে অালাদা আলাদা গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা গেছে। মূলত আলিয়ার সাবেক এক বয়ফ্রেন্ড তার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশে ছিলেন। ফলশ্রুতিতে যা ঘটার তা-ই হয়। এতে ক্ষুব্ধ হন সিদ্ধার্থ।
অার সম্প্রতি নিজের অভিনীত নতুন মুভি 'বার বার দেখো'র সহকর্মীদের জন্য একটি পার্টি দিয়েছিলেন সিদ্ধার্থ। এতে মুভিটিতে তার সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, মুভিটির পরিচালক নিত্য মেহরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু ছিলেন না তার কথিত বান্ধবী অালিয়া। স্পটবয়ডটকম তাদের এক প্রতিবেদনে একথা জানায়।
একটি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, অালিয়া চাইলেই বেশ স্বাচ্ছন্দের সঙ্গে পার্টিতে যোগ দিতে পারতেন। কারণ সিদ্ধার্থ যেখানে পার্টি দিয়েছিলেন তা ছিল অালিয়ার শুটিংস্পটের কাছাকাছি। তার শুটিং রাত ১০টায় শেষ হয়ে গিয়েছিল। আর সিদ্ধাথের পার্টি শুরু হয়েছিল রাত ১১টায়। তাই আলিয়া চাইলেই বয়ফ্রেন্ডের দেয়া পার্টিতে সহজেই যোগ দিতে পারতেন। কিন্তু এই অভিনেত্রী নাকি ইচ্ছে করেই সেখানে যাননি। এছাড়া অালিয়ার পরবর্তী শুটিং পরদিন বিকাল ৪টায় শুরু হয়। তাই তার পক্ষে পার্টিতে যোগ দেয়া শুধু সদিচ্ছার ব্যাপার ছিল। এ দুটি ঘটনাকে সিদ্ধার্থ ও আলিয়ার সম্পর্কে ফাঁটলের আভাস হিসেবেই দেখা হচ্ছে। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২২ এপ্রিল ২০১৬/শরীফ