সালমান খান অভিনীত বহু প্রতীক্ষিত মুভি 'সুলতান' নিয়ে মানুষের মাঝে আগ্রহের কমতি নেই। বিশেষ করে এর গল্প কী হবে তা নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। শুরু থেকেই শোনা যাচ্ছিল যে, সালমান মুভিটিতে একজন রেসলারের চরিত্রে অভিনয় করছেন। সেজন্য তার প্রশিক্ষণ নেয়ার কথাও শোনা গেছে। কিন্তু স্থানীয় গণমাধ্যম 'ডিএনএ'র সর্বশেষ এক খবরে বলা হচ্ছে ভিন্ন কথা! খবরে মুভিটির পুরো গল্পই প্রকাশ করা হয়েছে।
ডিএনএ'র খবর অনুযায়ী, 'সুলতান'এ সালমানকে একজন পুরোদস্তুর দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে যে কিনা প্রত্যেকের কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন। এমনকি গরীব মানুষও তার ঘুষের নিষ্ঠুরতা থেকে রেহাই পান না। কিন্তু একটি চমকপ্রদ ঘ্টনা ও একটি শিশুর সঙ্গে সাক্ষাৎ তাকে রেসলার হতে অনুপ্রাণিত করে। কিন্তু স্রেফ একটি শিশুর সঙ্গে সাক্ষাৎ তাকে দুর্নীতিবাজ কর্মকর্তা থেকে রেসলার হওয়ার পথে ধাবিত করে কেন তা আপাতত কারো চিন্তার বাইরে। এজন্য মুভিটির ট্রেলার প্রকাশ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। না খবরে প্রকাশিত 'সুলতান'র কথিত গল্প স্রেফ রাবিশ তাও জানা যাবে তখনই।
উল্লেখ্য, যশ রাজ ফিল্ডমস'র ব্যানারে আলী আব্বাস জাফর পরিচালিত 'সুলতান'র মূল চরিত্রে সালমান ছাড়াও অভিনয় করেছেন আনুশকা শর্মা। অাদিত্য চোপড়া নির্মিত মুভিটি চলতি বছরের ৬ জুলাই মুক্তির কথা রয়েছে। এটির গল্পও লিখেছেন অাদিত্য চোপড়া। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/শরীফ