ছোট পর্দার পাশাপাশি প্রায় অর্ধযুগ ধরে বড় পর্দায় বিচরণ করছেন। নিজেকে তৈরি করছেন পরিপক্ক হিসেবে। অনেকটা নীরবেই চলছে তার এ অভিনয়ের বিপ্লব। যার কথা বলছি, তিনি আর কেউ নন- মডেল ও অভিনেতা নিরব।
বর্তমানে ব্যস্ত রয়েছেন আলিফুজ্জামান প্রযোজিত ও রয়েল খান পরিচালিত 'গেম রিটার্নস' ছবি নিয়ে। 'গেম'-এর সিক্যুয়েল এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নবাগতা লাবণ্য ও অভিনেত্রী তমা মির্জা। ত্রিমুখী প্রেম ও আন্ডারওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিতব্য এ ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সঙ্গীতে রয়েছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।
এ ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী নিরব বলেন, " 'গেম রিটার্নস' নিয়ে আমার বেশ কিছু প্রতিশ্রুতি ছিল। সেটা এবার প্রতিফলন ঘটাবো। ইতোমধ্যে তৈরি হয়েছে দর্শক ও ভক্তদের প্রত্যাশা। এই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করছি। যেকোনো ঝুঁকিপূর্ণ চিত্রায়নে স্টান্ট না নিয়ে নিজেই শ্যুট করছি। আমি আমার ভক্তদের প্রকৃত অ্যাকশনের ছবি উপহার দিতে চাই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি পেতে পারে 'গেম রিটার্নস'।"
ছবিটির বেশিরভাগ কাজ শেষের দিকে। গানের কিছু চিত্রায়ন বাকি থাকলেও চলছে এডিটিংয়ের কাজ। কেউ কেউ বলছেন, 'গেম রিটার্নস' হতে পারে নীরবের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট। কারো কাছে আবার এটি হচ্ছে 'নীরব বিপ্লব'।
বিডি-প্রতিদিন/ ২৩ এপ্রিল, ২০১৬/ রশিদা