শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। আজ গাজীপুরের কালিয়াকৈরে ‘সংকট’ নামের একটি নাটকের শুটিং চলাকালে চুড়ি ভেঙে মৌসুমীর হাতে ঢুকে যায়।
এতে হাতের অনেকটা জায়গা কেটে রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, শুটিংয়ের একটি দৃশ্যের শট দিচ্ছিলাম। কিন্তু কখন যে চুড়ি ভেঙে হাতে ঢুকে যায় টের পাইনি। পরে পরিচালক স্ক্রিনে আমার হাতে রক্ত দেখতে পান। রক্তপাত বন্ধ না হওয়ায় স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিতে হয়েছে। হাতে ৬টি সেলাই পড়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৬/ হিমেল-০৮