অবশেষে রিয়েল লাইফ লাভস্টোরি ধরা পড়তে যাচ্ছে রিল লাইফে। স্ক্রিন স্পেস শেয়ার করতে যাচ্ছেন দেব-রুক্মীনি। পরিচালক রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘চ্যাম্প’-এ দেখা যাবে টলিপাড়ার এই লাভবার্ডসকে।
অনেক অফার ফিরিয়ে দেওয়ার পর অবশেষে এই ছবিতে রাজি হয়েছেন রুক্মীনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ফাইনালি এই ছবিটা আর না বলতে পারলাম না কারণ দেব আর রাজ দা দু’জনেই বলেছিল, এই রোলটার জন্য ওরা আর কাউকে ভাবতেই পারছে না। আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল। ওদের দু’জনের কাছে কৃতজ্ঞ আমি।
জানা গেছে বক্সিং নিয়ে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। তারমধ্যেই মিশে রয়েছে রোম্যান্স। দেব নিজেই এই ছবির প্রযোজক। নিন্দুকেরা বলছেন, রুক্মিনীর রাগ ভাঙাতেই নাকি এমনটা করছেন দেব। এ জন্যই প্রথম প্রযোজিত ছবিতে প্রাক্তন প্রেমিকাকে নিয়েছেন। তাই তার তো প্রাপ্তি কিছু থাকবেই। তবে জানিয়ে রাখি এখন নিজেদের সম্পর্কে বন্ধুত্বের মোড়কেই রেখেছেন দু'জনে। তাই প্রেমিকা নয় বান্ধবীকে লঞ্চ করছেন দেব।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল