একের পর এক বায়োপিক জ্বরে ভুগছে বলিউড। ‘মেরি কম’, ‘ভাগ মিলখা ভাগ’-এর পর এই বছর রিলিজ করেছে ‘আজহার’ আর 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'। প্রথমটি সেভাবে সাফল্য না পেলেও, ধোনির বায়োপিক ভালো সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এরপর কোন খেলোয়াড়ের বায়োপিক তৈরি হবে তা নিয়েই চলছে গুঞ্জন। শোনা যাচ্ছে, খুব শিঘ্রই তৈরী হবে যুবরাজ সিংয়ের বায়োপিক! আর তাতে যুবরাজ সিংয়ের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন।
অভিষেক বচ্চনের মতে, ব্যক্তিগত ও পেশাগত জীবনে যুবরাজের উত্থান-পতন সিলভার স্ক্রিনে দেখতে ভালো লাগবে। প্রসঙ্গত, এক সময়ে ভারতীয় ক্রিকেট টিমের ব্লু আইড বয় যুবরাজ ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু, ৬ বলে ৬টি ছক্কা হাঁকানোর মতোই জীবন যুদ্ধেও লড়াই করে জয়ী হন যুবরাজ।
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল