গতকাল শনিবার থেকে মালেক আফসারির 'অন্তর জ্বালা' ছবিটির শেষ লটের কাজ শুরু হয়েছে। গাজীপুরের সোহাগ পল্লীতে এ শুটিং চলবে টানা ৫ দিন।
জায়েদ খান ও পরীমণি অভিনীত নির্মিতব্য এ ছবিটি ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে। শটিংয়ের ফাঁকে ফাঁকে দুষ্টুমিতে মেতে উঠেছেন জায়েদ খান ও পরীমণি। আর নিজেদের মধ্যে সেই দুষ্টুমির ছবি তুলে তা ফেসবুকে শেয়ার করছেন তারা। দেখুন ফেসবুকে শেয়ার করা তাদের দুষ্টুমির কিছু মুহুর্ত-
বিডি প্রতিদিন/ ৯ অক্টোবর ২০১৬/হিমেল