সম্প্রতি মাদ্রিদ ভিত্তিক এ্যাজেন্সি অ্যাপল ট্রি কমিউনিক্যাশান্স'র দেওয়া তথ্যে জানা যায়, পপসংগীত তারকা টেইলর সুইফট ২৪৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিশ্ব কাঁপানো শীর্ষ পাঁচ সেলিব্রেটির তালিকার প্রথমে অবস্থান করছেন।
আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর শীর্ষে পাঁচে থাকা অন্য সেলিব্রেটিরা হলেন কেটি পেরি, সেলেনা গোমেজ এবং রিহান্না। ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের এই তালিকার তিন নাম্বারে থাকা আমেরিকান সংগীত শিল্পী কেটি পেরির ফলোয়ার হলো ২১৯ মিলিয়ন। আর সেলেনা গোমেজ ও রিহান্নার অনুসারীর সংখ্যা যথাক্রমে ২০৫ ও ১৯০ মিলিয়ন। আর পাঁচে থাকা ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি অনুসারীর একমাত্র পুরুষ হলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ২৩৮ মিলিয়ন!
আরো জানা যায়, গত ফেব্রুয়ারীতে ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে ২০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তালিকায় তার ধারে কাছেও নেই লিওনেল মেসি!
বিডি প্রতিদিন/এ মজুমদার