ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিশর, এমনকি নিউইয়র্কের মতো শহরেও র্যাম্পের স্টেজ কাঁপিয়েছেন পিয়া। পাশাপাশি নামিদামি বেশ কয়েকটি বিশ্ব কাঁপানো ম্যাগাজিনের প্রচ্ছদেও জায়গা পেয়েছেন, যার মধ্যে ভোগ ম্যাগাজিনের মুম্বাই সংস্করণ অন্যতম। এবার দক্ষিন কোরিয়ার রেড কার্পেটে হাঁটলেন বাংলাদেশের এই মডেল। কোরিয়ান ট্যুরিজম বোর্ড ও মডেল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে সেখানে অংশ নেন পিয়া। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা মডেলদের সঙ্গে পিয়াও ছিলেন। সেই রেড কার্পেটে বাংলাদেশের নেতৃত্ব দেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, 'এ ধরণের আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নেওয়া বরাবরই আনন্দের। আমার ক্যারিয়ারের মুকুটে আরও একটি পালক যোগ হলো মনে করছি। এটাই পরম পাওয়া।' আগামী মঙ্গলবার দেশের ফেরার কথা রয়েছে তার।
উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও ক্যারিয়ার গড়তে চান তিনি। ইতোমধ্যে ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে বার এট ল' পড়তে অফার লেটারও পেয়ে গেছেন। বর্তমানে দেশের অন্যতম আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের তত্ত্বাবধায়নে ইন্টার্নি করছেন পিয়া।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব