ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে শাহরুখ খানের ‘রইস’ ছবি থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ছবির প্রযোজক রীতেশ সিধওয়ানি বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
উরি হামলার পর এমএনএস, শিবসেনা-সহ একাধিক রাজনৈতিক দল পাক অভিনেতাদের বলিউডে কাজ না করতে দেওয়ার হুমকি দিয়েছিল। এর পরই শাফাকত, আমানত আলি, আলি জাফরদের মতো একাধিক পাক তারকার অনুষ্ঠান বাতিল হয়।
তবে ‘রইস’ থেকে মাহিরার প্রস্থান এই ক্রমাগত চাপের ফলেই কি না সে উত্তর অবশ্য এখনও পাওয়া যায়নি। আগামী বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের সময়ে মুক্তি পাবে শাহরুখ খানের ‘রইস’। শেষ মুহূর্তের শুটিং চলছে এখন। তারই মধ্যে ছবির অন্যতম উল্লেখযোগ্য চরিত্র বাদ পড়ায় এখন মাথায় হাত গোটা ইউনিটেরই।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৬/হিমেল