হলিউড আর বলিউডে দাপিয়ে বেড়ানো সফল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নতুন করে বিতর্কে জড়িয়েছেন নিজের কারণেই। সম্প্রতি ‘কোন্দে নাস্ত ট্রাভেলার’ নামে একটি ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল হয়েছেন তিনি। সেখানে দেখা যায়, প্রিয়াংকার টি-শার্টে লেখা ‘রিফিউজি’, ‘ইমিগ্র্যান্ট’, ‘আউটসাইডার’, ‘ট্রাভেলার’। যার মধ্যে ‘ট্রাভেলার’ বাদে অন্য প্রত্যেকটি শব্দ লাল রঙের দাগ টেনে কেটে দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টিকে ‘অসংবেদনশীল’ বলে আখ্যা দিয়েছেন অনেকে।
জানা যায়, প্রিয়াঙ্কা নিজেই তার টুইটার অ্যাকাউন্টে এই ম্যাগাজিনের প্রচ্ছদটি শেয়ার করেছেন। এরপর থেকেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। এ বিষয়ে প্রিয়াঙ্কার পক্ষ থেকে কোনো রকমের প্রত্যুত্তর এখনো আসেনি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার