প্রথমবার একসাথে দেখা গিয়েছিল 'ভালোবাসা সীমাহীন' ছবিতে। এ ধারাবাহিকতা বজায় ছিল 'নগর মাস্তান'-এ। এছাড়া মালেক আফসারীর নির্মিতব্য ছবি ' অন্তর জ্বালা'য় কাজ করছেন তারা। বলছি জায়েদ খান ও পরীমণির কথা। সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’ শিরোনামের ছবিতে চুক্তিবদ্ধ হলেন তারা। অর্থাৎ পর্দায় উঠতে যাচ্ছে জায়েদ-পরীর রসায়ন।
জানা গেছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এ ছবির কাজ শুরু করা হবে। ইতোমধ্যে চিত্রনাট্য ও অন্যান্য প্রাথমিক কাজকর্ম সম্পন্ন হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৬/ আফরোজ