বলিউডের অন্যতম অভিনেতা অমিতাভ বচ্চন ৭৪ বছরে পা দিলেন। তার ৭৪তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদ সম্মেলন করে অমিতাভ বলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও আমি কাজ করে যাব।’
তবে সাংবাদিক সম্মেলনে বিগ-বি অমিতাভ সীমান্তে সন্ত্রাসবাদের নিন্দা করলেও পাকিস্তানি কলাকুশলীদের ভারতে কাজ না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চাননি।
তিনি বলেন, এখন এসব প্রশ্নের সময় নয়। ভারতের মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ। আমাদের উচিত সীমান্তে যেসব সেনারা দেশকে রক্ষা করছে তাঁদের শ্রদ্ধা জানানো। আগামী এক বছরের জন্য নয়, আমাদের প্রতিদিন নতুন সংকল্প নেওয়া উচিত।’
অমিতাভ আরো জানান, আমার বয়সে এসে কাজ পাওয়াটা সত্যিই সমস্যার। একথা ঠিক যে, এ বছরে আমি পিকু, শামিতাভ, ওয়াজিরের মতো ছবি করেছি। যেগুলো আমাকে অনেক সম্মান এনে দিয়েছে। কিন্তু আলাদা কোনো চরিত্র এখন আর পাই না।' চাকরিবাকরি করলে অবসরে যেতেন ৬০ বছরে। আর অমিতাভ তা পেরিয়ে এসেছেন ১৩ বছর আগেই। এখনো দিনরাত পরিশ্রম করে শুটিং করেন তিনি। তার এনার্জি দেখে সাহস পায় নতুন প্রজন্ম।
বিডি-প্রতিদিন/এ মজুমদার