যশ রাজ ব্যানারের নতুন ছবি 'বেফিকর'র ট্রেলার মুক্তি পায় গত দশ তারিখ প্যারিসে। দু'মিনিট চল্লিশ সেকেন্ডের এই ট্রেলারে রণবীর সিং এবং বাণী কাপুরের প্রেম, যৌনতা, আনন্দ, উচ্ছ্বাস, দুষ্টুমি এবং উষ্ণতার দেওয়া-নেওয়ার কিছুই যেন বাদ পড়েনি। শুধু একে অপরকে ‘ভালবাসি’ কথাটি বলাটাই যেন বাকি রয়ে গেল! ছবির ট্রেলার দেখেই বুঝা যায়, জেন ওয়াইয়ের কাছে ‘ভালবাসি’ বলা মানে রীতিমতো আনন্দের অবসান এবং যন্ত্রণাকে আহ্বান।
যদিও ধরম (রণবীর) এবং সায়রা (বাণী)-র সাক্ষাৎ, প্রেম, যৌনতা এবং উন্মাদনাই ধরা পরেছে ছবির এই ট্রেলারে। তবে শেষ পর্যন্ত এই ফান পিরিয়ডেই তারা আটকে থাকবেন, নাকি অজান্তেই ভালবেসে ফেলবেন একে অপরকে? সেই প্রশ্নই উত্তর রয়ে গেল ‘বেফিকরে’-র ট্রেলার। আর এ উত্তর খুঁজতে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। কারণ চলতি বছর ডিসেম্বর মাসেই মুক্তি পাবে আদিত্য চোপড়ার এই ছবি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার