জানা যায়, আজ সকাল থেকেই পূজা উৎসবের কাজে ব্যস্ত কাজল। এই পূজায় বিশাল মণ্ডপ আর বিপুল জনসমাগমের সাথে কাজলের বাড়তি পাওনা তারকাদের ভিড়। সপ্তমী, অষ্টমীর মতো নবমীতেও সকাল থেকেই মণ্ডপে বাড়ির কাছে ব্যস্ত রয়েছেন কাজল। সকালে পুষ্পাঞ্জলি, তারপর হই-হুল্লোর, আড্ডা।
দুপুরে দর্শনার্থীদের খাবারও পরিবেশন করলেন কাজল। মুখে প্রকাশ না করলেও বাড়ির কাজে সবদিকেই নজর রেখে ব্যস্ত রইলেন তিনি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার