এ বছরের জুনে দ্বিতীয় সন্তান রাহিলের মা হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। এক সময়ের চরম ব্যস্ত এ অভিনেত্রী আপাতত ব্যস্ত আছেন সংসার নিয়েই। চেনা-পরিচিত মিডিয়াজগৎ ছেড়ে থাকলেও সময়টা যে মন্দ কাটছে না তারই জানান দিলেন তিনি।
অনেকেই সন্তানের জন্ম থেকে শুরু করে, লালন-পালন, তাদের বেড়ে ওঠার পুরো প্রক্রিয়াটাকে দেখভাল করাটাকে ঝামেলার মনে করেন। কারও কাছে তা রীতিমতো পাহাড় ডিঙানোর মতো অসম্ভব বস্তু। দুই সন্তানের মা জেনেলিয়া তা হেসেই উড়িয়ে দিলেন। জানালেন এসব নিয়ে ভয় পাওয়ার কোনো কারণই নেই।
জেনেলিয়া বলেন, পুরো বিষয়টাকে কঠিন মনে হলেও এটি সত্যিই সহজ। এটা আপনারই ওপর নির্ভর করছে যে, কীভাবে এটাকে সহজভাবে নেবেন। সন্তান লালন-পালন এমন একটা বিষয় যেটা প্রতিদিনই একটু একটু করে শিখতে হয়। সবচেয়ে মজার বিষয় হলো সন্তানের কাছ থেকে শেখা। ছোট ছোট বিষয় যেমন আমি যখন একটি শব্দ উচ্চারণ করার জন্য রায়ানের সংগ্রামটাকে দেখি তখন আমি সব ভুলে যাই। আর এটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/ফারজানা