সাবেক স্বামী হৃতিক রোশনকে বোধহয় ‘মিস’ করছেন সুজান খান। সম্প্রতি কাছের বন্ধু শাহরুখ পত্নী গৌরী খানের জন্মদিনে উইশ করে নিজের একটি ছবি পোস্ট করেন সুজান। ছবির মধ্যমণি হৃতিক। তার ডান দিকে তাকে জড়িয়ে ধরে রয়েছেন সুজান। হৃতিকের অন্য দিকে রয়েছেন গৌরী।
এই ছবিটি পোস্ট করেই গৌরীকে উইশ করেছেন সুজান। সঙ্গে যোগ করেছেন দু’টি হ্যাশট্যাগ। ‘বার্থডেগার্ল’ এবং ‘ফ্রেন্ডফরলাইফ’। প্রথমটা না হয় বোঝা গেল গৌরীকে উদ্দেশ্য করে লেখা। কিন্তু দ্বিতীয়টা? হৃতিকই কি তার জীবনের বন্ধু? তা খোলসা করেননি তিনি।
ছোটবেলার মাখোমাখো প্রেম। বিয়ে। দুই ছেলের বাবা-মা। অতঃপর মনমালিন্য এবং বিচ্ছেদ। বলিউডের এক সময়ের মোস্ট রোম্যান্টিক কাপলের বিচ্ছেদ মেনে নিতে কষ্ট হয়েছিল অনেকেরই। কিন্তু বিচ্ছেদের পরেও কখনও হৃতিকের সঙ্গে কঙ্গনার সম্পর্ক, কখনও ছেলেদের বার্থডে পার্টি উপলক্ষে হৃতিক-সুজানের এক সঙ্গে দেখা করা, বারবারই পেজ থ্রির পাতায় হেডলাইনে এসেছেন এই সেলিব্রিটি কাপল। ডিভোর্স হয়ে গেলেও ঝামেলার সময়গুলোতে সব সময় হৃত্বিকে পাশেই দাঁড়িয়েছেন সুজান।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৬/ফারজানা