অভিনয় জগতে পা রাখতে না রাখতেই বড় পর্দায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে চেয়ে হইচই ফেলে দেন হর্ষবর্ধন কাপুর। একটি অনুষ্ঠানে হর্ষবর্ধনের বোন সোনম ও রিয়া কাপুর এসেছিলেন অতিথি হয়ে। এদিন তারা ভাইয়ের বিষয়ে শেয়ার করেন বেশ কিছু কথা। যা আবার নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সোনম বলেন, ছেলেরা আমাদের (সোনম এবং রিয়া) মতো মেয়েদের সঙ্গে ডেট করা একেবারেই পছন্দ করেন না।
হর্ষের বিষয়ে তারা বলেন, মেয়েদের ডেট করার বিষয়ে তার রুচি খুবই অদ্ভুত। আমি কখনই সরাসরি কিছু বলিনি, কিছু বলতেও চাই না। জানি না তার রুচি কীভাবে এতটা খারাপ হলো। আশা করি, তার এ রুচির উন্নতি ঘটবে।
সোনমের চিন্তা হর্ষের স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে। তার বক্তব্য, আশা করছি, সে প্রোটেকশন ব্যবহার করছে।
বিডি প্রতিদিন/১২ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা