বেফাঁস মন্তব্যের পর এবার অবসরেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ওম পুরি। সম্প্রতি একটি টিভি শোতে অংশ নিয়ে উরিতে নিহত ভারতীয় সেনাদের নিয়ে কথা বলেন ওম পুরি।
ওই সময় তিনি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার ব্যাপারে নেয়া সিদ্ধান্তেরও বিরোধিতা করেন। এরপরই দেশদ্রোহী তকমা জোটে ওম পুরির কপালে। বিষয়টা এতটা ঝামেলার সৃষ্টি করবে ওম পুরি নিজেও বোধ হয় ভাবতে পারেননি।
জানিয়েছেন, আর কখনই টিভি শোতে অংশ নেবেন না তিনি। আর যেভাবে, যতটুকু পারেন নিহত সেনাদের পরিবারের উপকারে আসতে চান তিনি। ওম পুরি জানান, বিতর্কিত মন্তব্যের জন্য সরকারের যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন।
অভিনয়ের মাধ্যমে যশ-খ্যাতি পেয়েছেন ওম পুরি। এবার জানিয়েছেন, শুধু টিভি শো-ই নয়, শিগগির অভিনয়টাও ছেড়ে দেয়ার ইচ্ছে আছে তার।
বিডি প্রতিদিন/১২ অক্টোবর, ২০১৬/ফারজানা