ভারত-পাকিস্তানের টানাপোড়েন সম্পর্কের মাঝে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ফের সই করতে যাচ্ছেন একটি ভারতীয় ছবিতে।
খবর অনুযায়ী, জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রপরিচালক শ্যাম বেনেগাল-এর পরবর্তী ছবিতে অভিনয় করতে চলেছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। এই ছবির গল্পই হল, দু'টি যুদ্ধরত দেশ আবার একত্রিত হচ্ছে শিল্পকলা এবং সংস্কৃতির মাধ্যেমে। ছবিতে ফওয়াদকে একজন সুরকারের চরিত্রে দেখা যাবে। ছবির নাম ‘ইয়ে রাস্তে হ্যায় প্যায়ার কে’। ছবিটি পরিচালনা করবেন হর্ষ নারায়ণ।
পাক অভিনেতা-অভিনেত্রীদের ভারতে কাজ করা নিয়ে বলিউড কার্যত দ্বিধাবিভক্ত। তবে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন-এর চেয়ারম্যান প্যাহলাজ নিহালনি এখনও তার সিদ্ধান্তে অনড়। পাক অভিনেতারা ভারতীয় ছবিতে অভিনয় করুক তিনি তা একেবারেই চান না।
অন্যদিকে তারই বন্ধু ও সহকর্মী শ্যাম বেনেগাল একজন পাক অভিনেতাকেই তার ছবিতে অভিনয় করাবেন বলে ঠিক করেছেন।
বিডি প্রতিদিন/ ১২ অক্টোবর ২০১৬/ সালাহ উদ্দীন