বেশ কিছুদিন ধরেই তেমন কোনো খবর নেই ভারতের তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তীর। রিয়ালিটি শো ডান্স ইন্ডিয়ার ডান্সেও তাকে আর দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে, মিঠুন চক্রবর্তী অসুস্থ। তাই কিছুদিন ঝামেলামুক্ত থাকতে কাজ থেকে ছুটি নিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থান করছেন।
মিঠুনের ম্যানেজার জানান, ''দাদা ভালো নেই। তিনি মুম্বাইয়ে নেই। তিনি এখন তার ফোনও ব্যবহার করছেন না। তিনি ঠিক করেছেন এখন বিশ্রাম নেবেন। সেই কারণে এক মাস লস অ্যাঞ্জেলসে থাকবেন। দুই সপ্তাহ আগেই রওনা দিয়েছেন।''
তিনি আরও জানান, লাক ছবিতে হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য করতে গিয়ে চোট পান মিঠুন। এখন নাকি সেই চোট আরও বেড়েছে তার। তাই তিনি বিশ্রাম নেবেন বলে ঠিক করেছেন। সেই কারণেই লস অ্যাঞ্জেলসে গেছেন এই অভিনেতা। তবে তিনি এও জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে মিঠুন চক্রবর্তীর ফেরার সম্ভাবনা রয়েছে।
বিডি-প্রতিদিন/এ মজুমদার