৫০ বছর বয়সে মা হচ্ছেন কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের বোন জ্যানেট জ্যাকসন। সম্প্রতি পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান মার্কিন এই গায়িকা। একই সঙ্গে তিনি আরও বলেন, 'স্রষ্টাকে ধন্যবাদ যে তিনি আমাদের আশীর্বাদ করেছেন'।
এদিকে, লন্ডনে জ্যানেটকে নবজাতকের নানা সামগ্রীও নাকি কিনতে দেখা যায়। মা হওয়ার আনন্দে বিভোর এই শিল্পীর শরীর ও মন দুটোই ভালো আছে।
জানা যায়, জ্যানেট জ্যাকসনের স্বামী কাতারের নাগরিক ভিসাম আল মানা। তিনি কাতারভিত্তিক আল মানা গ্রুপের নির্বাহী পরিচালক।
বিডি-প্রতিদিন/এ মজুমদার