বছরের দুইবার আরব ফ্যাশন উইকের আয়োজন করা হয়। সম্প্রতি তৃতীয়বারের মতো আয়োজন করা হয় এই ফ্যাশন উইকের। আর এবারই সব ধরনের বাধা পেরিয়ে প্রথমবারের মতো কোনো আমিরাতের নারী মডেল হাঁটলেন এই ফ্যাশন উইকে। এর মাধ্যমেই সৃষ্টি করলেন ইতিহাস। সাহসের সাথে বাধা অতিক্রম করতে পারায় আরব আমিরাতের গণমাধ্যমই এবার রাফিয়া আল হাজসির প্রশংসায় মেতেছে।
রাফিয়া বলেন, স্থানীয় সমাজের নারীদের বেশিরভাগই তাদের মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত কালো আবায়া গাউনে ঢেকে রাখে। একজন আমিরাতি নারী হিসেবে মডেল হওয়াটা আমার জন্য খুবই কঠিন ছিল।আজকের এই জায়গায় আসতে আমাকে দীর্ঘ আট বছর ধরে লড়াই-সংগ্রাম করতে হয়েছে।
আরব ফ্যাশন উইকে প্রথমবার হাঁটলেও এই ধরণের অভিজ্ঞতা রাফিয়ার আগে থেকেই ছিল। পাঁচ বছর ধরে রাফিয়া স্থানীয় পোশাকের মডেলিং করেছেন। রেডিও ও টেলিভিশনে শো উপস্থাপনার কাজও করেছেন। ফলে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে প্রবেশ তার জন্য সহজ হয়ে যায়। চলতি বছরের প্রথমদিকে প্যারিস ফ্যাশন উইকে লেবানিজ ডিজাইনার জিয়াদ নাকাদ এর পোশাক পরেও ক্যাটওয়াক করেছেন রাফিয়া।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা