দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হলো রণবীর কাপুর-আনুশকা শর্মা-ঐশ্বরিয়া রাই অভিনীত ছবির 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির 'ব্রেক আপ সং' গানটি। ছবির ট্রেলার, টাইটেল ট্র্যাক 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও 'বুলিয়া' গানটিতে রণবীর-আনুশকার সম্পর্কের টানাপোড়ন দেখে যারা মর্মাহত হয়েছিলেন, 'ব্রেক আপ সং' দেখে তারা স্বস্তি পাবেন।
গানটিতে বেশ ভালোভাবেই নিজেেদের বিচ্ছেদ উদযাপন করেছেন রণবীর-আনুশকা। সবকিছু ভুলে নাচে-গানে মেতে ওঠেছেন তারা। করণ জোহরের পরিচালনায় 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৮ অক্টোবর। ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৬/ফারজানা