'আলাদিন' দিয়ে অভিষেকের পর একাধিক ছবিতে অভিনয় করেছিলেন শ্রীলংকান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু তিনি বলিউডে জনপ্রিয়তা পেয়েছেন সালমান খানের সঙ্গে 'কিক' ছবিটি করার পরেই। জ্যাকুলিন নিজেও সেটা স্বীকার করেছেন। ছবিটিতে অভিনয় করতে দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এক অনুষ্ঠানে তো প্রশংসা করতে গিয়ে জ্যাকুলিনকে এ যুগের 'জিনাত আমান' হিসেবে আখ্যায়িত করেন সালমান।
'কিক' ছবির পর আবারও একত্রিত হলেন এই দুই তারকা। কোনো ছবির জন্য নয়, বিজ্ঞাপনের জন্য। একটি অলঙ্কারের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের ফটোশ্যুটে অলংকারের চেয়ে সাল্লু-জ্যাকির রসায়নই চোখে পড়েছে বেশি। বলা হয়, যেকোনো নারী অভিনেত্রীর সঙ্গেই খুব সহজেই মানিয়ে যান সালমান। কথা মোটেই মিথ্যে নয়!
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা