বলিউডের 'ফ্যাশনিস্তা' হিসেবে খ্যাত সোনম কাপুর অনেক আগেই নিজের ব্যতিক্রমী স্টাইলের জন্য সুনাম কুড়িয়েছেন। শুধু নিজের ফ্যাশন নয়, অন্যদের ফ্যাশন নিয়ে নানা সময় কথা বলেছেন তিনি। সম্প্রতি সমসাময়িকদের ফ্যাশন নিয়ে বলতে বলা হয় সোনমকে। তিনি বেছে নিয়েছেন বলিউডের 'দাবাং' গার্ল সোনাক্ষী সিনহাকে।
সোনম কাপুর বলেন, 'ওর (সোনাক্ষীর) উচিত নতুন স্টাইলিস্ট রাখা। ওকে দেশীয় পোশাক-আশাকেই বেশি মানায়। তাই ওর এগুলোই বেশি পরা উচিত।'
সোনমের এই কথার অর্থ দাঁড়ায় পাশ্চাত্য ঢঙয়ে একদমই বেমানান সোনাক্ষী। কিন্তু পাশ্চাত্য ঢঙয়ের পোশাকে সোনমের চেয়ে কম যাননা সোনাক্ষীও। এক সময় ফ্যাশন নিয়ে পড়াশুনা করা সোনাক্ষীও যথেষ্ট ফ্যাশন সচেতন। তাই সোনমের এই মন্তব্যে স্বাভাবিকভাবে রেগে যাওয়ার কথা সোনাক্ষীর। তবে তিনি এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৬/ফারজানা