দঙ্গল ছবির মাধ্যমে বড়পর্দায় চূড়ান্ত সাফল্য পেয়েছে। সেই সাফল্যই এখনও আলোচনার কেন্দ্রে রেখেছে জাইরা ওয়াসিমকে।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাৎ করায় রোষের খাঁড়া নেমে এসেছিল তার মাথায়। মুখ্যমন্ত্রী জাইরাকে ‘রোল মডেল’ বলায় কাশ্মীরের কট্টরপন্থী স্বাধীনতাকামীদের বিরাগভাজন হয়েছিল দঙ্গল ছবির গীতা ফোগাট।
এমনকী সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছিল সে। তবে সেই ঘটনায় তার পাশে দাঁড়িয়েছিল ক্রীড়া দুনিয়ার তারকা থেকে বিনোদন জগতের সেলেব্রেটিরা। এবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েলের সঙ্গে বাকযুদ্ধে জড়াল খুদে কাশ্মীরি অভিনেত্রী।