পবিত্র ওমরাহ হজ পালন করলেন বাংলা চলচ্চিত্রের তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। আগামী ২৪ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে। এজন্য এই দম্পতি তার ভক্ত-অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে, গত ১৮ জানুয়ারি মক্কার উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন। প্রথম সন্তান জন্মের আগে থেকেই সন্তান জন্মের পর ওমরাহ পালন করার নিয়ত করেছিলেন তারা। এই নিয়ত পূরণ করতেই তারকা এই জুটি ওমরাহ করতে যান।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/মাহবুব