এক ছাদের নিচে তাদের থাকা হয় না অনেকদিন। সে প্রায় দুই বছর। বিচ্ছেদের পর অনেক কাঁদা ছোঁড়াছুঁড়িও হয়েছে। তবে মনের কোনে যে একে অন্যের প্রতি মমতা রয়ে গেছে সেটাই যেন প্রমাণ হলো এবার। কথা হচ্ছে হৃত্বিক-সুজানের। দেখা পেয়েই হৃত্বিককে জড়িয়ে ধরলেন সুজান। হৃত্বিকও যেন এজন্যই অপেক্ষা করছিলেন। এমন দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়েননি উপস্থিতরা। একে অন্যকে শক্ত করে জড়িয়ে ধরে থাকেন অনেকটা সময়। এ সময় দু'জনে কিছু বলাবলিও করেন, যা অন্যদের কান পর্যন্ত পৌঁছেনি।
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে হৃত্বিকের 'কাবিল'। সেই উপলক্ষে গত শনিবার রাতে পরিবার ও বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন হৃত্বিক। সেখানে অন্যদের সঙ্গে হাজির ছিলেন সুজানও। স্ক্রিনিং শেষ হওয়ার পরই একে অপরকে জড়িয়ে ধরলেন এই সাবেক দম্পতি।
সেই একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুজান লিখেছেন, 'কাবিল' দেখার পর হৃত্বিকের জন্য গর্বিত।
বিচ্ছেদের পর গেল একবছরে হৃত্বিকের বিপদেও সব সময়ই বন্ধুর মতো পাশে ছিলেন সুজান। গেল কয়েস মাস ধরে এই জনপ্রিয় জুটিকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা গেছে। গত সপ্তাহেও তাদের ছোটছেলে স্কুল প্রতিযোগিতায় মেডেল অর্জন করলে সেটা উদযাপনে মিলিত হন হৃত্বিক-সুজান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ