বলিউড অভিনেতা ইমরান খান ২০১৫ সালের পর থেকেই উধাও। 'কাট্টি বাট্টি'র পর তার আর কোনো ছবি নেই বলিউডে। সমকালীন শহীদ কাপুর, রণবীর কাপুর, রণবীর সিংয়েরা যখন কাজ থেকে ছুটি-ই পাচ্ছেন না, সেখানে তার অখণ্ড অবসর।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অভিনয় নয়, এবার চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন ইমরান। 'কাপুর অ্যান্ড সন্স' ছবির জন্য চিত্রনাট্য লিখে পুরস্কার জিতেছেন আয়েশা দেবিত্রে। তার নতুন চিত্রনাট্য নিয়েই সময় পার করছেন ইমরান। এর আগে 'জানে তু ইয়া জানে না' ও 'মেরে ব্রাদার কী দুলহান' ছবিতে আয়েশার সঙ্গে কাজ করার সুযোগ হয় ইমরানের।
জানা গেছে, পরিচালনা করলেও নিজের ছবিতে অভিনয় করবেন না আমির খানের ভাগ্নে।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা