'চোরের বিবাহ বার্ষিকী' শিরোনামের একটি নাটকের কাজ শেষ করেছেন লাক্স তারকা ইশরাত জাহান চৈতী। ফজলুল করিমের রচনায় নাটকটি পরিচালনা করছেন সুকুমার চন্দ্র দাস। যেখানে চৈতীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন শিশির আহমেদ।
সম্প্রতি পুবাইলে 'চোরের বিবাহ বার্ষিকী' নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি একুশে টেলিভিশনে প্রচারিত হবে।
বর্তমানে এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে চৈতির 'হাই সোসাইটি' নামের একটি ধারাবাহিক নাটক। শিগগিরই নাটকটির বাকি অংশের কাজ শুরু হচ্ছে। নাটকটিতে চৈতির বিপরীতে কাজ করছেন কল্যাণ।
এছাড়া এহসানুল হক সেলিমের 'দূরুত্ব' ধারাবাহিকে কাজ করেছেন চৈতি। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। এছাড়া 'অভিবাসী' নামে তার নতুন আরেকটি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। শিগগিরই নজরুল কোরাইশীর 'স্বতীদাহন' নামের নতুন একটি নাটকের শ্যুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।
বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা