২৫ জানুয়ারি ভারতে একইসঙ্গে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমার বড় দুই তারকা শাহরুখ খান এবং হৃত্বিক রোশন অভিনীত দুই ছবি ‘রইস’ আর ‘কাবিল’। প্রথম দিনের হিসেবে শাহরুখ খান অভিনীত ‘রইস’ দ্বিগুণ আয়ে এগিয়ে আছে হৃত্বিক রোশন অভিনীত ‘কাবিল’-এর চেয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রথম দিন সিনেমা দু'টি আয় করেছে যথাক্রমে ২০ কোটি ৪২ লাখ রুপি ও ১০ কোটি ৪৩ লাখ রুপি। অর্থাৎ প্রথম দিনের ব্যবসায় এগিয়ে আছে শাহরুখ অভিনীত 'রইস'। ছবিটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া।
২০১৬ সালের ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘রইস’-এর। কিন্তু সালমান খান-এর ‘সুলতান’-এর সঙ্গে টক্কর এড়াতে ২০১৭ সালের প্রথম ভাগকেই বেছে নেন শাহরুখ। এখানে এসেও টক্কর লাগে হৃত্বিক রোশনের সঙ্গে। একইদিনে মুক্তির তারিখ ঠিক হয় দুই সুপারস্টারের দুই ছবির। তবে প্রথম দিনে রইস- এর কাছে যেতে পারেনি কাবিল।
‘রইস’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি শিল্পী মাহিরা খান। আরও আছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। গুজরাটি এক মদ ব্যবসায়ীর জীবন নিয়ে তৈরি সিনেমাটি গ্যাংস্টার থ্রিলার ঘরানার।
‘কাবিল’-এ হৃত্বিকের চরিত্রটি স্ত্রীর মৃত্যুতে প্রতিশোধ পরায়ন এক অন্ধ যুবকের। তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। সিনেমাটির পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ