মার্কিন একটি রেডিও স্টেশনে নিষিদ্ধ হলেন সংগীতশিল্পী ম্যাডোনা। ট্রাম্প-বিরোধী নারী সমাবেশে দেওয়া ‘সরকার-বিরোধী’ বক্তব্যের জের ধরেই তাকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে।
ফক্স নিউজ জানায়, ম্যাডোনা রবিবার অনুষ্ঠিত ‘ট্রাম্প-বিরোধী’ নারী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় ‘হোয়াইট-হাউজ’ উড়িয়ে দেয়ার কথ বলেন । ট্রেক্সাসের একটি বেতার প্রতিষ্ঠান তার এই বক্তব্যকে ‘অ-মার্কিনসুলভ’ আখ্যা দিয়ে স্টেশন থেকে ম্যাডোনার গান বর্জনের ঘোষণা দেয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার টেরি থমাস বলেন, “আমাদের হিট লিস্ট থেকে ম্যাডোনার সব গান বাদ দেয়া হয়েছে। এ সিদ্ধান্তের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা দেশপ্রেমর বিষয়। আমরা এমন একজন শিল্পীর গান চালাতে চাই না যিনি তার দেশকে অসম্মান করে কথা বলেন এবং ‘অ-মার্কিনি সুলভ’ আচরণ করেন।”
এ প্রসঙ্গে ম্যাডোনা বলেন, “আমি কোনো ধরণের নাশকতা ছড়াচ্ছি না। আমার বক্তব্যে উগ্র কিছু ছিলো কিনা তা বুঝতে হলে পুরোটা আগে শুনতে হবে আপনাদের। শুধূমাত্র একটি লাইন শুনেই কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।”
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১